কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী রয়েছে বলে জানা গেছে।
ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে বিমানটি, সেখানে প্রয়োজনীয় সকল ব্যাবস্থা নেয়া হয়েছে।
Source- Dhaka Post
#ju_insiders
MD Saykot Hossain
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?