নিশার একাকীত্বে হঠাৎ করেই আসে রাফি,
চোখে চোখ পড়তেই কেমন এক অদ্ভুত টান।
ভিজে বৃষ্টির দিনে দুজন হেঁটেছিল নির্ভয়ে,
চুপচাপ গল্পে বাঁধা পড়ে যায় মনের সীমানা।
প্রথম স্পর্শ, প্রথম হাসি—সব ছিল জাদুর মতো,
রাফির চাওয়ায় নিশা খুঁজে পায় নতুন স্বপ্ন।
একসাথে কফি, সিনেমা, আর বইয়ের গল্প,
ধীরে ধীরে ভালোবাসা হয়ে ওঠে অমলিন।
তাদের গল্প এখন শহরের বাতাসে ঘোরে,
নতুন প্রেমে লেখা হয় চিরন্তন উপাখ্যান/।…?
প্লিজ কমেন্ট শেয়ার লাইক করে দিবেন ফলো করে দিবেন 🙏🙏🙏🙏
Beğen
Yorum Yap
Paylaş