আকাশে কালো মেঘ জমেছে প্রচন্ড। উজ্জ্বল আলো হারিয়েছে বেশ কিছুক্ষণ হলো।
বিদ্যুৎ চমকে উঠছে থেমে থেমে।
হঠাৎ করে এক দু ফোটা জল ঝরে পড়লো ধুলোবালি জমে যাওয়া গাছের সবুজ পাতায়।
দেখতে দেখতে মুশল ধারে বৃষ্টি। গাছের ধুলোবালি মুছে গিয়ে প্রচন্ড সবুজে পরিণত হচ্ছে।
তপ্ত পিচঢালা রাস্তা প্রকৃতির ঝরে পড়া এই বর্ষণে শান্ত শীতল হয়ে গেছে। কালিমা মুছে গেছে সমস্ত।
সমস্ত কিছু কেমন যেনো নতুন হয়ে উঠছে!
পুণঃজন্ম হচ্ছে সমস্ততার।
জনবহুল রাস্তাগুলো ফাঁকা হয়ে গেছে প্রকৃতির উন্মত্ততায়। মলিন আলোর মায়া লেগে গেছে শহরের বুকে।
এমন কোন এক মেঘে ঢাকা আকাশের নিচে মাতাল করা বৃষ্টি আর উন্মত্ত বয়ে যাওয়া বাতাসের মধ্যে যদি ভিজতে চাই কোনোদিন একসাথে?
ভিজবেন?
Arpita

Tycka om
Kommentar
Dela med sig