✅কাউকে যদি সত্যিই খুব বেশিই ভালোবাসেন মানুষটার সাথে থাকতে চান মনে মনে তাকে নিয়ে ছোট্ট একটা সংসার গড়ে তুলেছেন, মানুষটা কে কোন অজুহাত দেখিয়ে তার জীবন থেকে সরে যাবেন না দয়া করে, আমরা সবাই মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব ভালোবাসা নামক অনুভূতিগুলো একমাত্র আমরাই প্রকাশ করতে পারি, আবেগ ইমোশন্স সব আমাদের দ্বারাই প্রকাশিত হয়, কার কোথায় জন্ম এটা না দেখে মানুষটা কতটুকু ভালো সে আপনাকে কতটা চায়, আপনার জন্য তার সময় কতটা, সে আপনাকে কতটা প্রায়োরিটি দেয় সেটা দেখুন মানুষ টা বেকার হোক আর যাই হোক না কেনো মানুষটা কে বিনা অজুহাতে কাছে রেখে দিন।
✅আমি বলছি একদিন সব ঠিক হয়ে যাবে আপনার এই সেক্রিফাইস আপনার মানুষটা কে নতুন জীবন দিতে পারে, আপনার সঙ্গ পেলে মানুষটা বদলে যেতে পারে, হাজার কষ্ট করে হলেও গড়ে নিতে পারে আপনার জন্য সুখের একটা ছোট্ট সংসার, আপনাকে ভালোবাসে সে কখনই কোন ধরনের কষ্ট আপনাকে ছুতে দিবেনা, মানুষটা বোবা মানুষের মতো সকল ধরনের কষ্ট সহ্য করে গেলেও সে কখনো আপনাকে বুঝতেই দিবেনা কারণ তার কাছে সবচাইতে ইমপোর্টেন্ট আপনার মুখের এক চিলতে সুখের হাসি....
বিশ্বাস করেন যে মানুষ টা আপনাকে পাগলের মতো ভালোবাসে তাকে কখনো ছেড়ে যাবেন নাহ চোখ বন্ধ করে হলেও তার সাথে থেকে যান, একটাই তো জীবন ভালোবাসে মানুষটা কে একবার আগলেই ধরে দেখুন না, সব পুরুষ বেইমান হয় নাহ, কেউ কেউ তার ভালোবাসার মানুষটা কে পাগলের মতোই ভালোবাসে।
✅আপনি সেই মানুষটার কাছে তার শখের মানুষ, সবাই শখের মানুষ হতে পারেনা, তার কাছে তার ভালোবাসার মানুষটা এক অন্যরকম অনুভূতি, তার মানসিক শান্তি, জীবনে চলার পথে অনেকের সাথেই তো কথা হয় দেখা হয় কই সবার সাথে তো এভাবে সখ্যতা গড়ে উঠে নাহ, অন্য কাউকে দেখলে বুকের ভিতর এক অজানা অনুভূতি কাজ করেনা, যেটা শুধু আপনার জন্যই কাজ করে, এত এত মানুষ থাকতে একটা মানুষ সমাজের বিরুদ্ধে গিয়ে পরিবারের বিরুদ্ধে গিয়ে, এমন কি নিজের সাথে যুদ্ধ করে হলেও সে আপনাকে সারাজীবন তার কাছেই রেখে দিতে চায়।
✅চিৎকার করে আর্তনাদ করে সে আপনাকেই চায়, সৃষ্টিকর্তার দরবারে দরবারে দুহাত পেতে আপনাকেই চায়,, সৃষ্টিকর্তা চাইলে সব ঠিক করে দিতে পারেন, ভালোবেসে ভরসা করে মানুষটার হাতটা একবার শক্ত করে ধরেই দেখুন নাহ, পৃথিবীর আর কোন শক্তি হয়তো আপনাদের আলাদা করতে পারবে না, আপনি চাইলে হয়তো কুড়ে ঘরে থেকেও সুখের সংসার গড়ে নেওয়া যাবে, এইযে মানুষের এত বড় বড় অট্টালিকা গাড়ি বাড়ি সম্পদের হয়তো শেষ নেই খোঁজ নিয়ে দেখুন তারা কোন না কোন দিক থেকে অসুখী, তাদের জীবনেও কিছুনা কিছু কমতি রয়েই গেছে, গাড়ি বাড়ি আসবে যাবে ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে কেঁদে কেঁদে ভাসিয়ে দিলেও আর তাকে পাবেন না!
✅ছুতে পারবেন না, দেখতে পারবেন না, হাজার চেষ্টা করেও আর তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন না,, সে হয়তো আপনার সাথে কথা বলার জন্য ছটফট করবে আপনার আশেপাশে ঘুর ঘুর করবে কিন্তু চাইলেও ছুতে পারবে না, আপনার সাথে কথা বলতে পারবে না, যে মানুষটা একবার হারিয়ে যায় চিরতরের জন্য সে আর ফিরে আসে না, ফিরে আসে না কিছুতেই, তাই সময় থাকতে মানুষটা কে আগলে ধরুন তার বেঁচে থাকার কারণ হোন, তার স্বপ্নযাত্রী হোন, দুই দেহ এক আত্মা হয়ে থেকে যান নাহ, তার একান্তই একটা শখের মানুষ হয়েই থেকে গেলেন না হয় চিরতরের জন্য, আপনাদের ভালোবাসা সবার কাছে উদাহরণ হয়ে থাকুক,।
🥰বুঝিয়ে দেন নাহ কেউ কেউ ভালোবাসে থেকে যাওয়ার জন্যই ছেড়ে যাওয়ার জন্য নয়...!
tamimahmod123
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?