32 w ·Translate
(সংকেত: ভূমিকা; T-২০ ক্রিকেটের ইতিহাস, T-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০১৪; স্বাগতিক দেশ; উদ্বোধনী অনুষ্ঠান; অংশগ্রহণকারী দেশসমূহ; বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান; সেমিফাইনাল; ফাইনাল ম্যাচ; বিশ্বকাপের রোল অব অনার; T-২০ বিশ্বকাপ-২০১৪ এর রেকর্ডসমূহ; উপসংহার।)


ভূমিকা:

বর্তমান বিশ্বে রাজকীয় খেলা নামে পরিচিত ক্রিকেট খেলা ক্রমান্বয়ে ফুটবলের জনপ্রিয়তাকেও অতিক্রম করতে শুরু করেছে। বিশেষত এশিয়া, অস্ট্রেলিয়া মহাদেশে এ খেলা জনপ্রিয়তার র্শীষে অবস্থান করছে। ক্রিকেটে অনিশ্চয়তা খেলাটিকে দান করেছে উত্তেজনা, উদ্দীপনা আর জনপ্রিয়তার শীর্ষস্থান। ICC এর অধীনে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয় T-২০ বিশ্বকাপ আসর। এরই ধারাবাহিকতায় গত ১৬ মার্চ, ২০১৪ অনুষ্ঠিত হলো ৫ম ICC T-২০ বিশ্বকাপের মহাযজ্ঞ।