দ্বোধনী অনুষ্ঠান:
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। “অপরূপ বাংলাদেশ” নামক প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ICC-র প্রেসিডেন্ট অ্যালান রেনল্ড আইজ্যাক, BCB প্রধান নাজমুল হাসান পাপন প্রমুখ ব্যক্তিবর্গ ভাষণ দেন। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিশ্ববিখ্যাত গায়ক অ্যাকন, ভারতের এ. আর. খান প্রমুখ। দর্শক শ্রোতার আনন্দময় উপস্থিতি আর আতশবাজির ঝলকানিতে এক মহোৎসবে পরিণত হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। T-২০ বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল ইভেন্ট সং- এর শিরোনাম ছিল চার ছক্কা হই হই/ বল গড়াইয়া গেল কই।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। “অপরূপ বাংলাদেশ” নামক প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ICC-র প্রেসিডেন্ট অ্যালান রেনল্ড আইজ্যাক, BCB প্রধান নাজমুল হাসান পাপন প্রমুখ ব্যক্তিবর্গ ভাষণ দেন। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিশ্ববিখ্যাত গায়ক অ্যাকন, ভারতের এ. আর. খান প্রমুখ। দর্শক শ্রোতার আনন্দময় উপস্থিতি আর আতশবাজির ঝলকানিতে এক মহোৎসবে পরিণত হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। T-২০ বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল ইভেন্ট সং- এর শিরোনাম ছিল চার ছক্কা হই হই/ বল গড়াইয়া গেল কই।
Like
Comment
Share