বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান:
বিশ্বকাপ ক্রিকেট T-২০ ২০১৪-তে বাংলাদেশ ছিল ১ম পর্বের গ্রুপ ‘এ’-তে। বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান, নেপাল ও হংকং। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ-আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে। ১৮ মার্চ বাংলাদেশ নেপালকে হারায় ৮ উইকেটে। কিন্তু ২০ মার্চ বাংলাদেশ দুর্বল হংকং এর কাছে ২ উইকেটে লজ্জাজনকভাবে হেরে যায়। তারপরও বাংলাদেশ রান রেটে এগিয়ে থাকায় নেপালকে পিছনে ফেলে সুপার টেনের গ্রুপ ‘২’ এ জায়গা করে নেয়। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। উল্লেখ্য যে, সুপার টেনের সবগুলো ম্যাচে বাংলাদেশ হেরে বিশ্বকাপ হতে ছিটকে পড়ে সেমিফাইনালের আগেই। বাংলাদেশের পক্ষে সাকিব ৭ ম্যাচে সর্বমোট ১৮৬ রান আর আল-আমিন ১০ উইকেট নেয়।
Shoriful12
Delete Comment
Are you sure that you want to delete this comment ?