বিশ্বকাপ ২০১৪ বাংলাদেশ শ্রীলংকা ভারতT-২০ বিশ্বকাপ-২০১৪-এর রেকর্ডসমূহ:
T-২০ বিশ্বকাপের (২১ মার্চ, ২০১৪) আয়াল্যান্ড ও নেদারল্যান্ডের ম্যাচটি ছিল রেকর্ডময়। আয়ারল্যান্ডের ১৯০ রানের টার্গেট নেদারল্যান্ড মাত্র ১৩.৫ ওভারেই টপকে গিয়ে সুপার টেনে জায়গা করে নেয়। এ বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরি করেন ইংল্যান্ডের অ্যালেক হেল ৬৪ বলে ১১৬ রান। বেশি রান বিরাট কোহলি ৩১৯। ইমরান তাহির সর্বাধিক উইকেট লাভ করেন। মহিলা বিভাগে অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং সর্বাধিক রান ২৫৭, সর্বোচ্চ উইকেট ইংল্যান্ডের আনিয়া মকুসোল। এই বিশ্বকাপেই প্রথম আলোর স্ট্যাম্প ও স্পাইডার ক্যামেরা ব্যবহার করা হয়। বিশ্বকাপের থিম সং ও ফ্ল্যাশ মব বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে দেয়।
উপসংহার:
১৬ মার্চ-৬ এপ্রিল ২০১৪ বাংলাদেশে অনুষ্ঠিত হয় ICC ওয়ার্ল্ড T-২০ বিশ্বকাপের ৫ম আসর। প্রথম বারের মতো T-২০ বিশ্বকাপের আয়োজন করে বাংলাদেশ সবদিক থেকে বিশ্ববাসীর প্রশংসা পেয়েছে। বিশ্বকাপে যদিও বাংলাদেশ খুব বেশি ভালো করতে পারেনি কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও নানা বাধা-বিপত্তির মধ্য দিয়েও আয়োজক হিসেবে বাংলাদেশ ব্যাপক খ্যাতি অর্জন করে।
T-২০ বিশ্বকাপের (২১ মার্চ, ২০১৪) আয়াল্যান্ড ও নেদারল্যান্ডের ম্যাচটি ছিল রেকর্ডময়। আয়ারল্যান্ডের ১৯০ রানের টার্গেট নেদারল্যান্ড মাত্র ১৩.৫ ওভারেই টপকে গিয়ে সুপার টেনে জায়গা করে নেয়। এ বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরি করেন ইংল্যান্ডের অ্যালেক হেল ৬৪ বলে ১১৬ রান। বেশি রান বিরাট কোহলি ৩১৯। ইমরান তাহির সর্বাধিক উইকেট লাভ করেন। মহিলা বিভাগে অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং সর্বাধিক রান ২৫৭, সর্বোচ্চ উইকেট ইংল্যান্ডের আনিয়া মকুসোল। এই বিশ্বকাপেই প্রথম আলোর স্ট্যাম্প ও স্পাইডার ক্যামেরা ব্যবহার করা হয়। বিশ্বকাপের থিম সং ও ফ্ল্যাশ মব বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে দেয়।
উপসংহার:
১৬ মার্চ-৬ এপ্রিল ২০১৪ বাংলাদেশে অনুষ্ঠিত হয় ICC ওয়ার্ল্ড T-২০ বিশ্বকাপের ৫ম আসর। প্রথম বারের মতো T-২০ বিশ্বকাপের আয়োজন করে বাংলাদেশ সবদিক থেকে বিশ্ববাসীর প্রশংসা পেয়েছে। বিশ্বকাপে যদিও বাংলাদেশ খুব বেশি ভালো করতে পারেনি কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও নানা বাধা-বিপত্তির মধ্য দিয়েও আয়োজক হিসেবে বাংলাদেশ ব্যাপক খ্যাতি অর্জন করে।
Like
Comment
Share