32 w ·Translate

একজন গরিব বিদ্যুৎমিস্ত্রি, নাম তার কাশেম। প্রতিদিন ছোটখাটো কাজ করে যা পায়, তা দিয়েই সংসার চালায়। একদিন এক গরিব বৃদ্ধা এসে বললো, "আমার ঘরটায় আলো জ্বলে না, তুমি একটু দেখে দিতে পারো?"

কাশেম গেলো। দেখলো, পুরো ঘরটা অন্ধকার। একটা পুরোনো বাতি ঝুলছে, কিন্তু কিছুতেই জ্বলছে না। কাশেম তার সবজান্তা হাত দিয়ে বাতি খুললো, লাইন চেক করলো, অবশেষে একটা পুরনো ৪০০ ওয়াটের বাল্ব লাগিয়ে দিলো।

ঘরভর্তি আলো! বৃদ্ধা কেঁদে ফেললো।

কাশেম চুপচাপ চলে যেতে চাইলো। কিন্তু বৃদ্ধা একটা পুরনো মাটির ব্যাংক ভেঙে তাকে ২০ টাকা দিলো—তার শেষ জমানো টাকা। কাশেম নিলো না।

বৃদ্ধা বললো, “তুমি আলো এনেছো, আমি শান্তি পেয়েছি।”

কাশেম মাথা নিচু করে চলে গেলো। পরদিন পত্রিকায় হেডলাইন:
"একজন মিস্ত্রির আলোয় বদলে গেলো এক বিধবার জীবন"