#এম্বুলেন্সে
থাকা মানুষ গুলো জানে সময় আর ওই গাড়িতে থাকা কষ্ট টা কতটা হাহাকার,,
আগে সব সময় দেখতাম ভাবতাম গাড়িতে রোগী আছে, কিন্তু যেদিন নিজের বাবা কে নিয়ে গাড়িতে উঠলাম কতটা অসহায় লাগে নিজেকে তা বুঝে ওঠার আগেই,আমার আপনজনকে দুনিয়ার মায়া থেকে আল্লাহ কবুল করে নিছে,,
রব্বির হাম হুমা কামা রব্বায়ানি ছগিরা,,,
আমিন,
إعجاب
علق
شارك