যদি আপনার চলার পথে, কঠিন সময়ে কেউ সাথে না থাকে;
যদি সব দরজা বন্ধ হয়ে যায়;
তবুও হতাশ হবেন না; মনে রাখবেন কেউ সাথে না থাকলেও, আল্লাহ্ সবসময় আপনার সাথে আছেন। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও, আল্লাহ'র দরজা সবসময় আপনার জন্যে খোলা আছে। যদি আপনি আল্লাহ'র উপর ভরসা করেন, তাহলে আল্লাহ'ই আপনার জন্যে যথেষ্ট হবে।
" যে ব্যক্তি আল্লাহ'র উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। "
__(সূরা আত্ব-ত্বালাক্ব: ৬৫, আয়াত: ৩)
پسند
تبصرہ
بانٹیں