Xihab  
31 w ·übersetzen

ইমোশনাল স্ট্যাটাস বাংলা আমরা সবাই ফেসবুকে দিয়ে থাকি ,জীবন কোনো সরল রেখা নয়; জীবনকে বিচ্ছিন্ন করে দেয় কিছু দুঃখ, কষ্ট, হতাশা, আর কখনো কখনো একাকীত্বের অনুভূতি।এই অনুভূতিগুলোর মাঝে আমাদের মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি করে।

কিন্তু, মনের কথা যদি কাউকে শেয়ার করা যায় তাহলে হয় তো কিছুটা দুঃখ, কষ্ট, হতাশা কমে যেতো। তাই কাউকে দুঃখ, কষ্ট, বঝানোর জন্য আমরা খুজে থাকি ইমোশনাল স্ট্যাটাস যেনো কাউকে শেয়ার করে দুঃখ, কষ্ট, হতাশা কমে যায়। তাই তো আপনাদের জন্য নিয়ে এলাম ইমোশনাল উক্তি ইমোশনাল স্ট্যাটাস ।

আজকের লেখায় পাবেন নানান রকম ইমোশনাল স্ট্যাটাস এর সমারোহ। লেখাগুলো ভালো লাগলে, লিখতে পারেন ফেসবুক পোস্টে বা স্টোরিতে। কিংবা সেন্ড করতে পারেন, কাছের মানুষের ইনবক্সে।