31 w ·Translate

গল্পের নাম: অপ্রকাশিত
পর্ব ১: নীল চিঠি

সন্ধ্যার আলো তখন ঢুকে পড়ছিল জানালার ফাঁক দিয়ে। আয়েশা ডায়েরির ভাঁজ খুলে বের করল সেই পুরোনো চিঠিটা—নীল খামে রাখা, যার ওপর রুদ্রর হাতের লেখা: “শুধু তোর জন্য।”

দু’বছর আগে এই চিঠিটা সে পেয়েছিল, কিন্তু কখনো খোলেনি। কারণ তখনই সব শেষ হয়ে গিয়েছিল—একটা ভুল বোঝাবুঝি, কিছু না বলা কথা, আর অনেক অভিমান।

রুদ্র আর আয়েশার বন্ধুত্বটা ছিল অসম্ভব রকমের সুন্দর। ক্লাসে একসাথে প্রেজেন্টেশন করা থেকে শুরু করে, ক্যান্টিনে বসে এক কাপ কফি ভাগ করে খাওয়া—সবকিছুতেই ছিল এক ছায়াময় প্রেম, যার নাম তারা কেউ মুখে আনেনি।

কিন্তু একদিন হঠাৎ রুদ্রের ফোনে একটা মেসেজ দেখে ফেলেছিল আয়েশা। “আমাকে তো তুই বলেছিলি ভালোবাসিস...”
সেই এক লাইনেই ভেঙে গিয়েছিল ভরসা। কোনো প্রশ্ন না করেই আয়েশা হারিয়ে গিয়েছিল রুদ্রর জীবন থেকে।

আজ এতদিন পর, চিঠিটা হাতে নিয়ে সে ভাবছিল—যদি খুলে ফেলত সেদিনই? যদি একটু ভরসা করত?

সে জানে না চিঠির ভেতরে কী লেখা। কিন্তু জানে, ওটা খোলা মানে, হয়তো হারানো কিছু ফিরে পাওয়া—অথবা, আবারও একবার হৃদয়টা ভেঙে ফেলা।


#sifat10