গল্প: শূন্য থেকে অসীম
পর্ব ৭: নতুন দায়িত্ব, বড় স্বপ্ন
রাহুল আর তার টিম “অসীম” সফলভাবে তাদের প্রথম প্রকল্প সম্পন্ন করল। শিক্ষার্থীদের জন্য তৈরি লার্নিং প্ল্যাটফর্মটি কেবল স্কুল-কলেজেই নয়, শহরের বাইরে ও জনপ্রিয় হতে লাগল। রাহুল বুঝতে পারল, একটা স্বপ্ন পূরণ করা মানেই হলো আরও বড় দায়িত্ব নেয়া।
কলেজের শেষ বছরে সে বড় একটি প্রযুক্তি ইনোভেশন ফেস্টিভ্যালে অংশ নিতে চাইল। কিন্তু এবার প্রতিযোগিতাটা দেশের সর্বোচ্চ পর্যায়ে, যেখানে অংশগ্রহণের জন্য দরকার ছিলো উচ্চমানের প্রস্তুতি আর বড় বাজেট।
তার টিমের সবাই চিন্তিত ছিলো। অর্থের সংকট, সময়ের অভাব—সব মিলিয়ে প্রতিযোগিতায় যাওয়ার সম্ভাবনা কম ছিলো। কিন্তু রাহুল থেমে থাকল না। সে নতুন নতুন পদ্ধতি নিয়ে গবেষণা শুরু করল, বাইরের উৎস থেকে স্পন্সর খোঁজার চেষ্টা করল।
একদিন একটা বড় প্রযুক্তি কোম্পানির সিইওর সঙ্গে সাক্ষাৎ হলো। সিইও রাহুলের গল্প শুনে তাকে উৎসাহ দিলেন এবং স্পন্সর করার অঙ্গীকার করলেন।
এবার রাহুল ও তার টিমের জন্য নতুন দরজা খুলে গেল—দেশের সেরা প্রযুক্তি উৎসবে অংশ নেওয়ার সুযোগ।
#sifat10
mdalamingazi
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?