হারিয়ে যাওয়া মানচিত্র
পর্ব ৮: ঝুঁকিপূর্ণ গিরিখাত
আদিত্য ও তার টিম পাহাড়ি গিরিখাত অতিক্রম করতে শুরু করল। পথে গগনচুম্বী পাহাড়, ঝর্ণার ঝরঝরে শব্দ আর গুহার ভিতর থেকে অদ্ভুত গর্জন তাদের মনোবল বাড়াচ্ছিলো।
তবে এই পথ সহজ ছিল না। পাহাড়ের খাড়া চূড়াগুলোতে ওঠা নামা করতে করতে তাদের শরীর ক্লান্ত হয়ে পড়ছিলো। হঠাৎ করেই ঝড় উঠল। বৃষ্টি আর তীব্র বাতাস তাদের পথ চলাকে কঠিন করে তুলল।
একটু অসাবধানতায় আদিত্য পড়ে গেলো গিরিখাতের এক প্রান্ত থেকে। দুঃখের বিষয়, সে হাত ও পা কিছুটা আঘাত পেল। কিন্তু সে টিকে গেল, কারণ তার মনোবল ছিল অটুট।
টিমের সবাই একসঙ্গে কাজ করে আদিত্যকে সামলে তোলে। সবাই বুঝল, এ যাত্রা শুধু শারীরিক নয়, মানসিকও।
আদিত্য ভাবল, ‘এই ঝড় শেষ হলে আমাদের সামনে আসল গুপ্তধন আর তার গোপন রহস্য।’
#sifat10
MISAM RASIN
Delete Comment
Are you sure that you want to delete this comment ?