31 w ·Translate

প্রিয়া আমার প্রিয়া, তুমি আমার সব,
তোমাকে ছাড়া লাগে পৃথিবী নীরব।
আমার স্বপ্নে আঁকা তুমি অপরূপা,
হৃদয় জুড়ে তোমারই আনাগোনা।
প্রথম ভোরে যেমন ফোটে কলি,
তেমনি আমার মনে তুমি ধীরে এলি।
তোমার চোখের গভীরে হারাই আমি,
যেন এক নতুন ভুবনের ঠিকানা তুমি।
দূরে গেলে তোমাতে কাঁদে মন,
কাছে এলে জুড়ায় সকল জ্বালাতন।
এই বাঁধন যেনো না হয় কখনো শেষ,
তুমি আমার নিঃশ্বাসে মেশা বিশেষ।
প্রিয়া আমার প্রিয়া, তুমি আমার আলো,
তোমাকে বাসি আমি অনেক ভালো।
আমার গানের সুরে শুধু তুমিই রও,
আমার প্রিয়া হয়েই তুমি থেকো সবসময়।