বেদনা মধুর হয়ে যায় যদি তুমি দাও,
আমার জীবনে সেই বেদনার স্মৃতিটুকু রও।
কাঁটার মুকুট তুমি যদি পরাও হেসে,
সেও আমার কাছে অমূল্য হবে ভালোবেসে।
অশ্রুজলের বন্যা যদি নামে দু'চোখে,
সেও যেন মুক্তোহার ঝলমল করে লোকে।
তোমার দেওয়া আঘাতও আমার বক্ষে বাঁধি,
যেনো প্রেমেরই পরশ, সে তো নয়তো কাঁদি।
নিশীথে যখন একা জেগে উঠি ভয়ে,
তোমার নীরবতা বাজে যেনো হৃদয়-তন্ত্রী হয়ে।
তবুও তো জানি তুমি আছো আমার পাশে,
সেই বিশ্বাসে ভয়ও দূরে দূরে ভাসে।
বেদনা মধুর হয়ে যায় যদি তুমি দাও,
আমার জীবনে সেই বেদনার স্মৃতিটুকু রও।
তোমার ছোঁয়া লেগে যা কিছু মলিন,
সেও যেনো ভরে ওঠে নবীন ও রঙিন।
।