প্যারেড গ্রাউন্ডের নির্ধারিত স্থানটি ১৫টি সেক্টরে ভাগ করা হয়। সেক্টরগুলো বিভক্ত ছিল অনেকগুলো ব্লকে। অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে ক্যাপ ও ব্যাগ দেয়া হয়। ব্যাগে ছিল জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও নিয়মাবলী লেখা সংবলিত একটি কার্ড, পানি, জুস, শুকনো খাবার ও স্যালাইনসহ তাৎক্ষণিক চিকিৎসার ওষুধ। প্রতিটি সেক্টরে একটি করে বড় স্ক্রিনে কিছুক্ষণ পরপরই জানিয়ে দেয়া হচ্ছিল মাঠের পরিস্থিতি আর উপস্থিতি। মঞ্চে ছিল শিল্পীদের নানা আয়োজন। মঞ্চের ঘোষণা অনুযায়ী সবাই গানের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন কি-না এবং রেকর্ডের জন্যে অন্যান্য নিয়মাবলী ঠিকমতো পালিত হচ্ছে কি-না তা দেখতে গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডের প্রতিনিধিরা এ অনুষ্ঠান পর্যবেক্ষণ করেছেন। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিচালনা করেন বিশিষ্ট সুরকার স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক ‘সুজেয় শ্যাম।’ বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।