বেশ কিছু লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। ‘সার্ক সনদ’ ও ‘ঢাকা ঘোষণা’ অনুযায়ী সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য গুলো হলো- দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন ও জীবনযাত্রার মান উন্নয়ন।
অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি ত্বরান্বিত করা। বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে সহযোগীতা দান।
সার্কভুক্ত দেশসমূহের আত্মনির্ভরশীলতা অর্জনে যৌথ প্রচেষ্টা গ্রহণ।
পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি। শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা।
বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশ, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সঙ্গে সহযোগীতা স্থাপন।
আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগীতা বৃদ্ধি ও অনুকূল অবস্থান গ্রহণ।
একে অপরের সার্বভৌমত্ব, ভূখন্ড গত অখন্ডতা ও স্বাধীনভাবে চলার নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না
Raj000
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?