❏ কখনো যদি শূন্যতার সীমা খুঁজে না পাও, তবে আমায় অনুভব করো, পথ হয়ে খুজে নেব তোমায়, যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায়, আমায় ডেকো জল মুছে দেবো আমি, যদি কখনো নিরবতার নিস্তব্ধে একাকীত্ব অনুভব করো, তবে তুমি জানিয়ে দিও, সব কিছু বিসর্জন দিয়ে ছুটে আসবো আমি।❏ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা, যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়। আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায়!!