❏ কখনো যদি শূন্যতার সীমা খুঁজে না পাও, তবে আমায় অনুভব করো, পথ হয়ে খুজে নেব তোমায়, যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায়, আমায় ডেকো জল মুছে দেবো আমি, যদি কখনো নিরবতার নিস্তব্ধে একাকীত্ব অনুভব করো, তবে তুমি জানিয়ে দিও, সব কিছু বিসর্জন দিয়ে ছুটে আসবো আমি।❏ বুঝবে একদিন তুমি, আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই দিন হয়তো আমি হারিয়ে যাবো ঐ দুরে নিল আকাশে তারার মাঝে। বুঝবে একদিন তুমি, আমি তোমাকে কতটা মিছ করি, সেই দিন হয়তো আমি হারিয়ে যাবো ঐ মরুভুমির বালির মাঝে। বুঝবে একদিন তুমি, আমি তোমাকে ছাড়া কতটা একা একা থাকি, সেই দিন হয়তো আমি থাকবনা এই পৃথিবীতে, হারিয়ে যাবো ঐ মাটির ছোট্ট ছোট্ট কনায়।❏ যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে। দুষ্ট এই মন চায় আরো বেশি পেতে। কি জানি, তোমার মধ্যে কি আছে, কেনো যে এ মন চায় তোমাকে আরো বেশি করে কাছে পেতে।❏ পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো- যে তোমাকে জন্ম দিয়েছে, আরেকজন হলো-যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে।❏ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা, যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়। আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায়!!❏ জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালো ভালবাসা, শিখিয়েছ তুমি।
Sayed Shihab
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?