একসাথে অনেকগুলো ডিলিট বা পিন করতে অথবা ইচ্ছানুযায়ী নতুন ক্লিপ যোগ করতে "Manage" বাটনে চাপুনযেকোন লেখা বা ছবি কপি করলে "Recent" এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবেপ্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবেএখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবে❏ তোমাকে ভালোবাসা যদি পাগলামি হয়ে থাকে, তবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি সেই পাগলামি করে যাবে। তাতে যদি আমার প্রতি তোমার অভিমান হয়, তবে ভেবে নিও ভালোবাসা এভাবেই হয়।❏ জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালো ভালবাসা, শিখিয়েছ তুমি।❏ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা, যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়। আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায়!!