31 w ·Translate

পৃথিবীটা তোমারি থাক, পারলে একটু নীল দিও। আকাশটা তোমারি থাক, পারলে একটু তারা দিও। মেঘটা তোমারি থাক, শুধু একটু ভিজতে দিও। মনটা তোমারি থাক, পারলে একটু জায়গা দিও ॥আছি ভালোই আছি, বকছি কত আবোল তাবল, তোমায় পেলে ভালোই হতো! জোছনা গোলাপ সবই ডাবল।