বাংলা ছবির নামের সাথে লেপের তলে যোগ করি যেমন:সেদিন দেখা হয়েছিল লেপের তলে। দেখি কার টা বেশি মিল সংগত হয়বাসা বদলাইতেসি আজকে। পুরা ৬তালায় আইসা পরছি এইবার। আহা! কি বাতাস।। মনে হচ্ছে যেন আকাশের রাজ্যে আইসা পরছি। যেইদিকে তাকাই শুধু খোলা আকাশ দেখি। আশে-পাশে কোন বড় দালান নাই দেখে এই অবস্থাআছি ভালোই আছি, বকছি কত আবোল তাবল, তোমায় পেলে ভালোই হতো! জোছনা গোলাপ সবই ডাবল।
Suka
Komentar
Membagikan
mdalamingazi
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?