31 w ·Translate

গল্প: বন্ধ ঘড়ির রহস্য

রায়হান সাহেব এক অবসরপ্রাপ্ত শিক্ষক। শহরের এক পুরনো বাড়িতে একা থাকেন। তার সবচেয়ে প্রিয় জিনিসটা হলো — তার দাদার আমলের একটা অ্যান্টিক ঘড়ি, যেটা দেয়ালে ঝোলানো।

ঘড়িটা ২০ বছর ধরে বন্ধ। তবুও রায়হান সাহেব কখনো তা নামান না।

এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তার। ঘরে এক অদ্ভুত শব্দ—“টিক-টিক-টিক...”। তিনি তাকিয়ে দেখেন, বন্ধ ঘড়িটা হঠাৎ চলতে শুরু করেছে! অথচ কেউ ছোঁয়নি।

তিনি উঠে ঘড়ির দিকে এগিয়ে যান। ঘড়ির পেছনে হাত দিতেই একটা ছোট্ট লুকানো বাক্স খুঁজে পান। খুলে দেখেন—পুরনো কাগজ আর একটা চিঠি।

চিঠিতে লেখা—

"যদি তুমি এটা খুঁজে পাও, বুঝে নিও, তোমার পূর্বপুরুষরা তোমার উপর গর্বিত। এটা তোমার প্রাপ্য।"

কাগজগুলো ছিল এক জমিদার পরিবারের পুরনো সম্পত্তির দলিল—যা হারিয়ে গিয়েছিল বহু বছর আগে।

রায়হান সাহেব অবাক হয়ে জানলেন, তার পূর্বপুরুষেরা আসলেই সেই জমিদার পরিবারের অংশ ছিলেন। ঘড়ি আর চিঠি মিলিয়ে দিল হারানো পরিচয়।

ঘড়িটা আবার থেমে গেল। কিন্তু এবার রায়হান সাহেব জানেন—ঘড়ির ভেতরে ছিল ইতিহাস, উত্তরাধিকার আর এক রহস্যময় বার্তা।