আমি আকাশের রং চুরি করে জীবন সাজাই আর শীতের নরম উষ্ণতা দিয়ে মনকে ভেজাই আমি পাখির কন্ঠে গাওয়া গানে সুর বাধি আর প্রকৃতির রুপ মিলে ছয়তারে সঙ্গীত রাধিআছি ভালোই আছি, বকছি কত আবোল তাবল, তোমায় পেলে ভালোই হতো! জোছনা গোলাপ সবই ডাবল।পৃথিবীটা তোমারি থাক, পারলে একটু নীল দিও। আকাশটা তোমারি থাক, পারলে একটু তারা দিও। মেঘটা তোমারি থাক, শুধু একটু ভিজতে দিও। মনটা তোমারি থাক, পারলে একটু জায়গা দিও ॥এই রিকশা, যাবে,? হ্যা যাবো তাহলে যাও দারায়া আছো কেনো ..... হা
hanif ahmed Romeo
Delete Comment
Are you sure that you want to delete this comment ?