🌟 এখন রাত গভীর মনের মধ্যে শত সহস্র স্মৃতির ভিড় তুমি কি আছো জেগে খুঁজে বেড়াই তোমাকে স্মৃতির মেঘে মেঘে।🌟 কখন থেকে ভাবছি বসে আসবে তোমার ফোন বুঝতে যদি তোমার জন্য কেমন করে মন।🌟 মনের মধ্যে প্রশ্ন ঘোরে সত্যিই কি ভালোবাসো? সব প্রশ্ন ভেসে যায় একটু যখন হাসো।🌟 রাতের আকাশে খোদা দিয়েছে লক্ষ কোটি তারা আমার প্রেমে ওগো প্রিয়তমা, দেবে কি তুমি সাড়া।