13 w ·Translate

গল্প: একটা কলমের গল্প

রিফাত স্কুলে সবসময় চুপচাপ থাকে। কারো সাথে কথা বলে না। একদিন পরীক্ষা চলাকালীন সময় সে হঠাৎ দেখে তার কলমটা আর চলছে না। আশপাশে সবাই ব্যস্ত, কেউ খেয়াল করছে না। রিফাত ঘাবড়ে যায়।

ঠিক তখনই পেছনের বেঞ্চ থেকে ফারিয়া নামের এক মেয়ে নিজের কলম এগিয়ে দেয়। চুপচাপ, কোনো শব্দ না করে। রিফাত কিছু না বলে কলমটা নেয়, লিখে পরীক্ষা শেষ করে।

পরীক্ষা শেষে সে কলমটা ফেরত দিতে যায়। ফারিয়া শুধু বলে, “আমার এক সময় কেউ সাহায্য করেছিল, আজ তোমাকে করলাম। একদিন তুমি কাউকে দিও। এটাই পৃথিবীর নিয়ম।”

সেই এক মুহূর্তে রিফাত বুঝে গেল—দুনিয়ায় এখনো মানুষের ভেতরে আলোর জায়গা আছে।

সেই দিন থেকেই রিফাত চুপচাপ থাকলেও, কারো দরকার হলে সবার আগে ছুটে যায়। কারণ, সে জানে—একটা কলম, একটা মুহূর্ত… বদলে দিতে পারে

19 m ·Translate

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
20 m ·Translate

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
21 m ·Translate

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
22 m ·Translate

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image