ঘড়িয়াল আরেক অদ্ভুত প্রাণী। দেখতে অনেকটা কুমিরের মতো হলেও এর মাথা কুমিরের মাথা থেকে চওড়া ও লম্বাটে। ঘড়িয়াল মিঠাপানির প্রাণী। মধ্য ও দক্ষিণ আমেরিকা, চীন ও ভারতে ঘড়িয়াল আছে। বাংলাদেশের যমুনা ও পদ্মায় অল্পসংখ্যক ঘড়িয়াল দেখা যায়। এরা খুব নিরীহ প্রাণী।
প্লাটিপাস:
প্রাণিজগতের আরেক বিস্ময় প্লাটিপাস বা হংসচঞ্চু। এদের ঠোঁট ও পায়ের পাতা দেখতে হাঁসের মতো। এরা পাখির মতো ডিম পাড়ে আর ছানারা মায়ের দুধ খায়। প্লাটিপাস দিনে গর্তে থাকে আর রাতে পানিতে ভেসে বেড়ায়। অস্ট্রেলিয়া ও এর কাছাকাছি দ্বীপ তাসমানিয়ায় হংসচঞ্চুর দেখা মেলে।
উপসংহার:
প্রাণিজগতে বিস্ময় সৃষ্টি করেছে এমন জীবজন্তুর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমাদের দেশেও কিছু জীবজন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কিছু কিছু প্রাণী বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব প্রাণীর বাঁচিয়ে রাখা আমাদের একান্ত কর্তব্য।
hanif ahmed Romeo
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?