13 C ·Traduzir

পেত্নীর পানসি

পুকুরটা গ্রামের এক কোণায়, ঝোপঝাড়ে ঢাকা। দিনের বেলায় দেখতে নিরীহ, কিন্তু রাত নামলেই কেমন একটা গা ছমছমে ভাব। লোকে বলে, মধ্যরাতে পুকুরে একটা ছোট পানসি নৌকা দেখা যায়, যাতে বসে থাকে সাদা শাড়ি পরা এক নারী। সে নাকি চুপচাপ পানসির দড়ি টেনে ঘোরে, কারো চোখে তাকালে নাকি মানুষ অচেতন হয়ে পড়ে। কেউ কাছে গেলে হঠাৎ করে সে মিলিয়ে যায় জলের গভীরে।

এই গল্প গ্রামে বহু বছর ধরে চলে আসছে, কিন্তু কেউ সত্যিই দেখেছে কি না, সেটা কেউ জানে না। কিন্তু হরি, গ্রামের এক যুবক, এসব কথায় বিশ্বাস করতো না। তার যুক্তির যুক্তি—“ভূত-প্রেত বলে কিছু নেই, এসব লোকের কল্পনা।”

এক রাতে সে ঠিক করলো, সে নিজেই প্রমাণ করবে এটা মিথ্যে। পিঠে একটা টর্চ নিয়ে গেলো পুকুর পাড়ে। সময় তখন রাত বারোটা ছুঁই ছুঁই। পুকুরের চারপাশ নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে ঝিঁঝিঁ পোকার ডাক। হঠাৎ করেই জলের উপর ভেসে উঠলো একটা পানসি। ছোট, কাঠের নৌকা। তাতে সত্যিই বসে আছে এক সাদা শাড়ি পরা নারী! মাথা নিচু, চুল খোলা, চুপচাপ বসে আছে। পানসিটা আপনাআপনি ঘুরছে।

হরির শরীরের লোম খাড়া হয়ে গেলো, তবুও সাহস করে ডাকলো, “কে ওখানে?” সাড়া নেই। আরেকবার ডাকলো, এবার পানসি থেমে গেলো। সেই নারী ধীরে ধীরে মাথা তুললো।

হরি চিৎকার দিয়ে পেছনে ছুটে পালালো, কিন্তু পা পিছলে পড়ে গেলো। শেষবারের মতো যখন তাকালো, দেখলো সেই নারীর চোখ জ্বলছে লাল রঙে—অস্বাভাবিক, আগুনের মতো জ্বলে ওঠা চোখ।

পরদিন সকালে লোকজন দেখতে পেলো, হরি পুকুর পাড়ে পড়ে আছে—চোখ দুটো স্থির, ঠোঁটে এক অদ্ভুত হাসি, যেন পাগলের মতো। বারবার একই কথা বলছে—“ওর চোখ ছিলো লাল… আগুনের মতো… ও হাসছিল…”

গ্রামের বয়স্ক লোকেরা বললো, আবার ফিরে এসেছে সে—পেত্নী, যে নিজের দুঃখে পুকুরে ঝাঁপ দিয়েছিলো বহু বছর আগে। তার আত্মা এখন পানসিতে ঘোরে… অপেক্ষায়, কে যেন ফিরবে আবার।

#sifat10

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।