13 w ·Tradurre

কালো বেড়াল

দেবীনগরের শেষ প্রান্তে ছোট একটা কুঁড়েঘরে থাকত হরিমণি বুড়ি। সে ছিল নিঃসন্তান, নিঃসঙ্গ, কিন্তু রোজ সন্ধ্যায় তার উঠোনে আসত এক কালো বেড়াল। বুড়ি পাটায় পিষে দুধ বানাত আর বেড়ালটাকে খাওয়াত, মাথায় হাত বুলিয়ে বলত, “তুইই আমার একমাত্র সঙ্গী।”

গ্রামের লোকজন বলত, “ওটা জ্বীনের পেট, রাতে বাড়ি বাড়ি ঘোরে।” কেউ আবার বিশ্বাস করত, ওই বেড়ালটা আসলে মানুষ ছিল, যার ওপর কোন এক অভিশাপ পড়ে গেছে। হরিমণি এসব কানে তুলত না, সে বেড়ালের চোখে নিজের হারিয়ে যাওয়া ছায়া খুঁজে পেত।

এক রাতে ঝড় ওঠে। হাওয়ার মধ্যে বেড়ালটা আসে না। হরিমণি অপেক্ষা করে করে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে আচমকা দরজা ঠেলে ঘরে ঢোকে ছায়ামতো এক মানুষ। গায়ের ছায়া কালো, চোখে বেড়ালের মতো দীপ্তি। সে মৃদু স্বরে বলে, “তোমার দয়া আমায় বাঁচিয়েছে। আমি ছিলাম অভিশপ্ত, শত বছর ধরে পশুরূপে ঘুরছিলাম। আজ তোমার ভালোবাসা আমাকে মুক্ত করল।”

হরিমণি কিছু বলার আগেই ছায়াটা মিলিয়ে যায় ঝড়ের রাতে। পরদিন উঠোনে বেড়ালের পায়ের ছাপের পাশে দেখা যায় মানুষের পায়ের ছাপ। এরপর আর কখনও সেই বেড়াল বা ছায়া ফেরে না।

আজও কেউ ওই পথ দিয়ে গেলে বলে—“ভালোবাসা শুধু মানুষকেই বদলায় না, অভিশাপকেও ভাঙতে পারে।”

#sifat10

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 ore ·Tradurre

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 ore ·Tradurre

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 ore ·Tradurre

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।