28 میں ·ترجمہ کریں۔

❤️❤️❤️❤️❤️❤️

"খারাপ সময় কখনো কারো চিরস্থায়ী সঙ্গী নয়। এই সময়টাই শেখায় কারা আপন, কারা শুধুই নামমাত্র। জীবন সবসময় একরকম থাকে না—কখনো রোদ, কখনো অন্ধকার। কিন্তু মনে রাখতে হবে, অন্ধকার যতই গভীর হোক না কেন, আলো ঠিকই আসে। এই সময়টা কষ্টদায়ক হলেও, এটাই আমাকে আরও শক্ত করে গড়ে তোলে। আমি জানি, ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যাবে। কারণ খারাপ সময় আসে শেখাতে—not হারিয়ে যেতে।"🤗🥰🥰🥰🥰❤️

image