নিচে একটি সংক্ষিপ্ত কষ্টের গল্প দিলাম:
গল্প: চায়ের কাপ
রফিক প্রতিদিন সকালে রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকত। কারও সঙ্গে বেশি কথা বলত না। দোকানদার মামা জানত, রফিক একসময় একটি ভালো চাকরিতে ছিল, পরিবার ছিল, হাসি ছিল।
কিন্তু এক দুর্ঘটনায় রফিক তার স্ত্রী ও ছোট মেয়েকে হারায়। তারপর থেকে সে আর আগের মতো হতে পারেনি। চাকরি ছেড়ে দেয়, কারো সঙ্গে যোগাযোগ রাখে না।
প্রতিদিন একটা নির্দিষ্ট চায়ের কাপেই সে চা খায়। সেই কাপটা ছিল তার মেয়ের দেওয়া।
একদিন দোকানদার ভুল করে অন্য কাপ দেয়। রফিক কিছু না বলে উঠে চলে যায়। পরদিন সে আর আসে না। চায়ের দোকানদার তখন বুঝল—একটা কাপ, একটা স্মৃতি, একটা জীবন কত গভীর হতে পারে।
**শিক্ষা: কারো নীরবতা সবসময় অবহেলা নয়, কখনও সেটা গভীর
Raj000
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?