তার দোকানে ক্রেতা নেই বললেই চলে। তিনি খাদ্যে ভেজাল মিশাতেন তার ক্রেতারা ধীরে ধীরে বুঝতে পেরেছে। তিনি অধিক দামে বিক্রয় করেন তা ক্রেতারা বুঝেছে। তাই অসৎ ব্যবসায়ীর দোকানে ক্রেতার তেমন আনাগোনা নেই।

গল্প থেকে শিক্ষাঃ জীবনে সৎ পথে সততা অর্জন করে ব্যবসা অথবা যেকোনো কিছু করলে ধীরে ধীরে সফলতা বৃদ্ধি হয়। অল্প সময়ে দ্রুত লাভবান হতে চাইলে আগামীতে দ্রুত পতন ঘটে। তাই জীবনে কোন কিছু করার পূর্বে সৎ, নিষ্ঠার সাথে করুন সফলতা অর্জন করতে পারবেন।

ইসলামিক শিক্ষনীয় ছোট গল্প ৪।। দুই বন্ধু।।
একই গ্রামে দুইটি বন্ধু পাশাপাশি থাকতো। তারা সবকিছুই একসাথে করতো তারা দুজনেই ঈমানদার ছিল। কিন্তু একজন ছিল পরিশ্রমী আর অন্যজন ছিল অলস। আল্লাহর প্রতি তাদের প্রচুর বিশ্বাস ছিল। পরিশ্রমী বন্ধু জমিতে ফসল ফালাত, ছাগল পালন করতো, অন্যদিকে অলস বন্ধু শুধু শুয়ে বসে থাকতো। অলস বন্ধু নামাজ শেষে আল্লাহর কাছে প্রচুর দোয়া করতেন।

আল্লাহ আমাকে রিযিক দিন, আল্লাহ আমাকে অর্থ দিন, আল্লাহ আমাকে সম্পদ দিন, আল্লাহ আমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিন। অন্যদিকে পরিশ্রমী নামাজ পড়তো আল্লাহর কাছে দোয়া করত, তার নিজের কাজকর্ম গুলো নিয়মিত করতো। এভাবে বেশ কিছু বছর কেটে যায়। পরিশ্রমী বন্ধু আজ অনেক টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক, সে এখন ধনী ব্যক্তি হয়ে গেছেন।

অন্যদিকে অলস বন্ধু এতদিন শুধু দোয়ায় করেছেন কিন্তু তার কোন রিজিক বৃদ্ধি হয়নি। টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হননি। কেননা তিনি অলস প্রকৃতির জীবন যাপন করেছেন পরিশ্রম করতেন না। সাফল্য কিভাবে অর্জন করবেন। আল্লাহ সফলতা অবশ্যই দিবেন কিন্তু তার একটি মাধ্যম প্রয়োজন।

গল্প থেকে শিক্ষাঃ আপনি রিজিকের জন্য যদি ব্যবস্থা না করেন কখনো রিজিক আসবে না। আপনি পরিশ্রম করুন সফলতা দেওয়ার মালিক আল্লাহ। যদি পরিশ্রম না করেন তাহলে আপনি কিভাবে সফলতা অর্জন করবেন। কোথায় থেকে আপনি ধনসম্পদের মালিক হবেন। তাই প্রত্যেকের উচিত পরিশ্রমের পাশাপাশি এবাদত করা আল্লাহর কাছে চাওয়া নিশ্চয়ই আল্লাহ পরিশ্রমে সফলতা দিবেন।
ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প
অনেকেই চান ইসলামিক অনুপ্রেরণা মূলক গল্প পড়ে সেখান থেকে শিক্ষা অর্জন করতে। ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প গুলো জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে।।ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প পড়ে শিক্ষা অর্জন করে বাস্তব জীবনে সফলতা অর্জন করা যায়। পূর্বের ব্যক্তিরা যে বিষয়গুলো অনুসরণ করেছেন সে বিষয় গুলো আমরা বাস্তব জীবনে অনুসরণ করলে তাদের মতো আমরা সফলতা পাব।

তাদের দেখে আমরা উৎসাহিত হলে আমাদের প্রত্যেকের উপকার হবে। অনেকে ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প খোঁজ করেন। তাদের উদ্দেশ্যে নিচে ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প দেওয়া হলঃ

গল্প।। ছোট হাতের বড় দোয়া।।
ছোট্ট এক বালক প্রতিদিন নামাজ পড়তো। তার বাবার সাথে প্রতিদিন মসজিদে যাওয়ার সময় দেখতো রাস্তার ধারে এক গরীব মহিলা বাস করত। কিন্তু তার খাবারের কোন ব্যবস্থা ছিল না। মহিলাটি ছিল অত্যন্ত গরিব। কখনো কখনো না খেয়েও থাকতে হতো। ছোট্ট শিশুটির এ মহিলাকে দেখে মনে কষ্ট হতো। সে প্রতিদিন নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতো। আল্লাহ আপনি এই অসহায় দরিদ্র মহিলাটির খাবারের ব্যবস্থা করে দিন।