। রাগী বন্ধু।।একদা একটি ব্যবসায়ীর দোকানে দুই বন্ধু কাজ করতো। একজন বন্ধু প্রচন্ড রাগী ছিল। সামান্য কোন ভুল হলেই রেগে যেত মুখে আবোল তাবোল কথা বলতে শুরু করতো। তার অন্য বন্ধুটি একদিন তাকে বলল তুমি কেন এত রাগ করো? সে উত্তরে বলল আমি হঠাৎ কেন রেগে যাই আমি নিজেও জানিনা আমি নিজে রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না।
অন্য বন্ধুটি তাকে বলল রাগ অনেক খারাপ আমি তোমাকে একটি গল্প শোনাই- আমাদের প্রিয় নবী বলেছেন যে রাগের সময় নিজেকে সংযত করতে পারে সে প্রকৃত শক্তিশালী। একদা একজন ব্যক্তি আমাদের প্রিয় নবীর কাছে এসেছিলেন, নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে এমন কিছু পরামর্শ দিন যা আমার জন্য উপকারী? নবীজী উত্তরে বলেছিলেন তুমি রাগ করোনা,
পুনরায় আবার বললেন অন্য কোন উপদেশ দিন, নবীজি বললেন তুমি রাগ করোনা, ব্যক্তিটি পুনরায় আবার বলল অন্য আরেকটি উপদেশ দিন, নবীজি পুনরায় উত্তরে বললেন রাগ করোনা। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি রাগ আমাদের জন্য ক্ষতিকর। নবীজি একবার নয় বারবার বলেছেন রাগ করোনা প্রত্যেকের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এমন ভাবে কয়েকদিন কেটে যায় কাজ করতে করতে অন্য বন্ধুটি কিছু ভুল করলেই রাগী বন্ধুটি রেগে যেত হঠাৎ করে তার প্রিয় নবীজির কথাটি মনে পড়ে যায় রাগ করোনা। তখন সে নিজেকে রাগ থেকে সংযত রাখে। এভাবে সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে।
গল্প থেকে শিক্ষাঃ মাধ্যমে আমরা শিখতে পারি রাগ আমাদের জীবনের সবচাইতে ক্ষতির মূল। রাগ ধ্বংস ডেকে আনে আমাদের জীবনের সবকিছু নষ্ট করতে পারে। তাই কখনোই রাগ করা উচিত নয়।
লেখক এর মন্তব্য
ইসলামিক শিক্ষনীয় ছোট গল্প, ইসলামিক শিক্ষনীয় ঘটনা থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারেন। ইসলামিক শিক্ষনীয় কাহিনী গুলো থেকে জ্ঞান অর্জন করে আমরা বাস্তব জীবনে সফলতা অর্জন করতে পারি। এই শিক্ষণীয় গল্পগুলো আমাদের অতীত সম্পর্কে জানতে বুঝতে জ্ঞান অর্জন করতে সাহায্য করে। আজকের আর্টিকেলটিতে ইসলামিক শিক্ষনীয় গল্প নিয়ে আলোচনা করেছি। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।