বন্ধু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ফানি
প্রত্যেকেই চান বন্ধুর জন্মদিনে বন্ধুকে আনন্দ দিতে। কেননা আমরা এটি বিশ্বাস করি যে বছরের প্রথম দিন অথবা জন্মদিনের নির্দিষ্ট দিনটি যেমন ভালো কাটবে পরবর্তী বছরের সব দিনগুলোই যেন একই কাটে। তাই অনেকেই বন্ধুর জন্মদিনে বন্ধুকে হাসাতে, বন্ধুকে আনন্দ দিতে বন্ধুর জন্মদিন নিয়ে ফানি স্ট্যাটাস শেয়ার করেন। আবার অনেকে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা ফানি স্ট্যাটাস খোঁজ করেন। সে সকল বন্ধুদের উদ্দেশ্যে নিচে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা ফানি স্ট্যাটাস দেওয়া হলঃ
তোমার বয়স এক বছর বৃদ্ধি হল, কিন্তু তোমার বুদ্ধি হাঁটুর নিচে থেকে গেল, শুভ জন্মদিন।
এতদিন তোমার জন্য কেক খেতে পারিনি, আজকে এর ক্ষতিপূরণ হিসেবে কেক খেতে চায়, শুভ জন্মদিন।
আমার ক্যালকুলেটরটি নষ্ট হয়ে গেছে তাই তোর বয়সের হিসাব করতে পারছি না। শুভ জন্মদিন।
আজকের দিনে তোকে কেক খাওয়ানো মানে, অসহায়কে সাহায্য করা, শুভ জন্মদিন।
আজকের এই দিনটির কারণে তুই বৃদ্ধ বয়সের দিকে ধাবিত হলি, শুভ জন্মদিন।
শুভ জন্মদিন বুড়ো বন্ধু, তোর চুলে পাক ধরেছে।
তোর জন্য কেক আনতে গিয়ে পুরো মাসের টাকা শেষ, শুভ জন্মদিন।
তুই তো বুড়ো হলি, কিন্তু তোর বুদ্ধি বাচ্চাদের মতো রয়ে গেল, শুভ জন্মদিন।
এই জন্মদিনে তোর জন্য উপহার কিনে কত বড় লসের সম্মুখীন হলাম, শুভ জন্মদিন।
তোর জীবনের এক বছর বৃদ্ধি পেলাম, কিন্তু তোর হাইট ১ ইঞ্চি ও বৃদ্ধি পেল না, শুভ জন্মদিন বন্ধু।
hanif ahmed Romeo
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?