#দূরত্ব
অভিমান নেই,
অভিযোগ ভুলিয়েছে অভিযোজনের দায়ভার থেকে।
শুধু -
অসীম দূরত্ব এঁকে দিল,
সকল প্রশ্নের দারুণ এক উত্তর -
ওটা শুধুই প্রহসন।
টেনে টেনে গৎবাঁধা নিয়মে ধারাবাহিক সিরিয়ালের মতো দীর্ঘ করা,
কতো আর টানা যায়!
মূলোৎপাটন -
মূল প্রতিপাদ্য হতে পারে না।
শুধু দূরত্বের এক অসম রেখা -
মাঝে মাঝে উঁকি মারে,
বলতে চাই -
অসম রয়ে গেলে অবশেষে,
ওটা তো ভূমিকাতেই উপসংহার টেনেছিল,
তাই হয়তো-
চিরায়ত দূরত
himo hosain
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
shohidul22
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
rs razon
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?