ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ

মানুষ,মালামাল,যন্ত্রপাতি, অর্থ, বাজার, পদ্ধতি।

১. মানুষ:

মানুষ হলো সৃষ্টির সেরা জীব। স্রষ্টা সৃষ্টির সকল বস্তুগত উপকরণকে মানুষের জন্য কল্যাণকর করে সৃষ্টি করেছেন। যা মানুষ উদ্দেশ্য অর্জনে ব্যবহার করে। প্রতিষ্ঠানের নিয়োজিত এই মানব সম্পদকে কার্যকর ভাবে ব্যবহার করে বা পরিচালনা করে লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থাপক চেষ্টা চালায়। 

২.মালামাল:

মালামাল বলতে বাপ বিক্রয় কার্যে অথবা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার্য কাঁচামাল বা প্রস্তুত অন্যকে বোঝায়। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান পণ্য উৎপাদন বার্তা সংগ্রহ করে জাত করার চেষ্টায় লিপ্ত থাকে। সেবা ধর্মী প্রতিষ্ঠানগুলো সেভাবে বিক্রয় করলে পরিচালনায় নানা ধরনের মালামাল বা সম্পদ সংগ্রহ ব্যবহার করে। এরূপ মালা মাল মানসম্মত না হলেও মানবীয় প্রচেষ্টা করা সম্ভব হয়। 

৩.যন্ত্রপাতি :

প্রয়োজনীয় দ্রব্য বাসে বা উৎপাদনের হাতিয়ার কে যন্ত্রপাতি বলে। ব্যবস্থাপনার মৌল  উপকরণের মধ্যে যন্ত্রপাতি খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদন ধর্মী প্রতিষ্ঠানসমিয়ে উপযুক্ত মানের যন্ত্রপাতির সংগ্রহ করা না গেলে তা থেকে সাশ্রয়ী এই মূল্যে উন্নত মানের পূর্ণবাসে বা উৎপাদন সম্ভব হয় না। এজন্য বর্তমান কালে প্রতিষ্ঠানগুলো উচ্চ প্রযুক্তি সম্পূর্ণ উন্নত মানের যন্ত্রপাতি সংগ্রহের চেষ্টা চালায়। 

 

 


Badhon Rahman

177 ブログ 投稿

コメント
shohidul22 48 の

nice