বহু শাখা ও বিভাগীয় বিপণির মধ্যে পার্থক্য

আসুন জানা যাক

বহু শাখা বিপণি ও বিভাগীয় বিপনি উভয় বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। উভয় প্রতিষ্ঠা নয় নগদে ও নির্দিষ্ট মূল্যে ভক্তদের নিকট ভোগ্য পণ্য বিক্রয় করে। বৈশিষ্ট্যগত কিছু কিছু দিক উভয়ের মধ্যে মিল থাকলেও এদের মধ্যে পার্থক্য লক্ষ্যনীয় তাহলে :

বহু শাখা বিপনী

১. এরূপ বিপনির দেশ হলো নিজ উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে তাদের নিকট বিক্রয় করা। 

২.এরূপ বিপনী বড় ও ছোট যে কোন শহরে গড়ে তোলা যায় 

৩. একই মালিকানায় এবং সংগঠনের আওতায় এরূপ বিপণি দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের প্রতিষ্ঠিত হয়। 

৪.এক্ষেত্রে সাধারণত একই ধরনের পণ্য  বিক্রয় করা হয় 

৫.এক্ষেত্রে নিজ দায়িত্বে পূর্ণ উৎপাদন ও সরাসরি কে তাদের নিকট বিক্রয় করা হয় বিদায় পণ্যের মূল্য সাধারণত কম হয় 

৬. সকল শ্রেণীরকে দাঁড়ায় এরূপ বিপণি হতে পণ্য ক্রয় করে থাকে 

৭.দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের শাখা বিপনী গড়ে ওঠায় এর কার্য পরিধি অত্যন্ত ব্যাপক।

বিভাগীয় বিপণী

১.বিভিন্ন উৎস  হতে পূর্ণ সংগ্রহ করে  একই  ক্রেতাদের নিকট বিক্রয় করা এর উদ্দেশ্য।

২.এ ধরনের বিপণি শুধুমাত্র বড় শহরের গুরুত্বপূর্ণ ব্যবসায় কেন্দ্রীয় প্রতিষ্ঠিত হয়। 

৩.একই মালিকানায় এবং সংগঠনের আওতায় এরূপ সংগঠন গড়ে তোলা হয় এবং কে বিভিন্ন বিভাগে ভাগ করা হয় 

৪. এরূপ  বিপণিতে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করা হয়।

৫. এরূপ  বিপণিতে আনুষাঙ্গিক দেয় বেশি হওয়ার কারণে পন্য মূল্য তুলনামূলকভাবে বেশি হয় 

৬.সাধারণত প্রবৃত্ত সম্পন্ন বিশেষ শ্রেণীর কে তারায় এরূপ  বিপণি হতে পূর্ণ ক্রয় করে 

৭.একটি নির্দিষ্ট এলাকায় কে তাদের মধ্যে এ কার্যক্রম সীমাবদ্ধ থাকে 


Badhon Rahman

177 블로그 게시물

코멘트