বন্যার পানিতে স্বপ্ন নিমিষেই শেষ

বন্যাতে ভয়াবহ অবস্থা বাংলাদেশের,
তলিয়ে গিয়েছে দেশের বিভিন্ন স্থান

গত ৪০ বছরের রেকর্ড ভেঙে কুমিল্লা ও পার্শ্ববর্তী অঞ্চলের ভয়াবহ অবস্থা,,,

 

ভারতের ত্রিপুরায় অবস্থিত ড'ম্বু'র হাইড্রইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ড'ম্বু:র গেট খুলে দেয়া হয়েছে। সর্বশেষ ১৯৯৩ সালে ভারত এই গেট খুলে দিয়েছিল।

যার ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। 

 

সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইলো।

 


Arifin Maruf

8 Blog Mesajları

Yorumlar

📲 Download our app for a better experience!