আপনি নারী, আপনি নারীই থাকুন...
নারীত্ব এক অনন্য সৌন্দর্য—
যেখানে লুকিয়ে আছে সুকুন, কোমলতা আর মমতার গভীরতা। একজন নারী যখন নিজের স্বভাবজাত কোমলতা ভুলে কণ্ঠে, আচরণে কিংবা চলাফেরায় অযথা কঠোরতা ও আধুনিকতার নামে পুরুষসুলভ ভঙ্গি ধারণ করে— তখন সে নিজেই নিজের ঐশ্বর্য হারায়।
ময়ূরের মতো মোহনীয় হয়ে জন্ম নিয়েও কাকের মতো কর্কশ হয়ে ওঠার নাম কখনোই স্বাধীনতা নয়। বরং সেটা এক ভুল উপলব্ধি। সুন্দর মুখশ্রী বা বাহ্যিক গ্ল্যামার দিয়ে হয়তো সাময়িক কিছু টিকিয়ে রাখা যায়, কিন্তু শান্তিময় সংসার গড়ার মূল চাবিকাঠি থাকে হৃদয়ের কোমলতায়, কথার মাধুর্যে, আচরণের প্রশান্তিতে।
তাই নারী, আপনি নারীই থাকুন—
আপনার নরম সুর, বিনয়, ধৈর্য, আর ভালোবাসার ফোঁটাগুলোতেই লুকিয়ে থাকে সেই শক্তি; যা সবচেয়ে কঠিন হৃদয়কেও গলিয়ে দিতে পারে
Ariful Hasanrakib
146 ब्लॉग पदों