প্রকৃত বন্ধু

যে সময় পাশে থাকে সে প্রকৃত বন্ধু

দুই বন্ধু একদিন বনে হাঁটতে গেল। হঠাৎ একটি ভালুক তাদের দিকে আসতে শুরু করে। এক বন্ধু তাড়াতাড়ি গাছে উঠে যায়, কিন্তু অন্যজন গাছে উঠতে না পারায় মাটিতে পড়ে মরে যাওয়ার ভান করে। ভালুকটি তার কাছে আসে,

 

 

কিন্তু কিছু না পেয়ে চলে যায়। প্রথম বন্ধু গাছ থেকে নেমে জিজ্ঞেস করে, “ভালুকটি তোমার কানে কি বলল?” দ্বিতীয় বন্ধু উত্তর দিল, “সে বলেছে, প্রকৃত বন্ধু বিপদের সময় কখনও ছেড়ে যায় না


MD Saykot Hossain

74 وبلاگ نوشته ها

نظرات