আল্লাহর রহমতে এসএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করলাম অনেক টেনশন হচ্ছিল যে যদি কোন সাবজেক্টে ফেল যায় তাহলে আবার পরীক্ষা দেওয়া লাগবে মান-সম্মানের একটা ব্যাপার আমার এত কষ্ট সফল না হয়ে ব্যর্থ হয়ে যেত৷
এই সকল টেনশন থেকে দূর আমার রেজাল্টটা পাওয়ার পর আল্লাহ আমার কষ্ট খুব আমার সফল করেছেন তুমি যে আশা করেছিলাম তা না হলেও যে রেজাল্ট কেমন হয়েছে আমি তাকে অনেক খুশি ছিল আমি একান্ত পাস পাস করে গেলেন
আমি তখন যতগুলো সরকারি চাকরি সার্কুলার দিছে স্বপ্ন ট্রাই করতে লাগলোম৷
আমার শখ ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে ঢপের আর্মি চাকরি করার এজন্য আমি সব বাহিনী সার্কুলার নিয়ে এপ্লাই করতে লাগলো তবে হয়তো আল্লাহ চান এজন্য আমার সরকারি চাকরি আমি আমার ভর্তির জন্য ভর্তির জন্য আমাদের বাড়ির পাশে সরকারি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গেলাম৷