আমি আমার মতো ৫

আমি আমার মতো থাকতে ভালোবাসি।তাতে কার ভালো লাগে আর কার লাগে না তাতে আমার কিছু যায় আসে না।

জীবন এ কিছু করতে চেয়ে ছিলাম। চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। কিছু পরিবার সেটা দিলো না।

আমার স্বপ্ন গুলো দুমড় মুচড়ে শেষ করে দিলো আমার পরিবার।আমাকে নিঃশেষ করে দিলো তাঁরা। 

হাজারো স্বপ্ন নিয়ে সাজানো জীবন টা এক নিমিষেই শেষ করে দিলো তাঁরা। 

ওরা আমায় জোর করে বিয়ে দিয়ে দিলো। নিজের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে বাধ্য করলো।এমনকি আমায় মারধোর ও করলো। অবশেষে আমাকে জোর করেই বিয়ে দিয়ে দিলো। 

নিজের সম্মানের কথা ভেবে কখনো কিছু বলতে পারি নি। কিন্তু বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে সব কিছু মেনে নিয়ে সংসার করছি। 

স্বামী ভালো না সেটা কখনোই বলবনা। কারণ আমার স্বামী আলহামদুলিল্লাহ অনেক ভালো। তার পরিবারের লোকজন ও ভালো। 

আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে।

(একটি মেয়ের সংগৃহীত জীবন কাহিনী) 


Nil Pori

40 Blog postovi

Komentari

📲 Download our app for a better experience!