ক্রিকেট

আমাদের দেশের ক্রিকেট খেলা

ক্রিকেট একটি মজার খেলা। এই খেলাটি দুই দলের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রতিটি দলে ১১ জন করে প্লেয়ার থাকে।এই খেলাটি সাধারণত ঘাসযুক্ত মাঠে হয়ে থাকে।এই খেলাটি ৬ বলে ১ অভার ধরা হয়।

 

আমরা সবাই ক্রিকেট খেলার সাথে পরিচিত। ছোটবেলায় আমরা স্কুল ছুটির পরেই বল নিয়ে নিজে ব্যাট তৈরি করে ক্রিকেট খেলতাম। ক্রিকেট প্রেমীদের কাছে ক্রিকেট নিয়ে আবেগ আলাদাই রকমের।

 

এই খেলাটি পরিচালনা করার জন্য একজন মানুষ থাকেন। তাকে আমরা আম্পায়ার বলে থাকি। ক্রিকেট খেলার নিয়ম হচ্ছে যেকোনো একজন বিপরীত দলের প্লেয়ার বল ছুরে মারবে এবং অন্য দলের প্লেয়ার বেট দিয়ে বল কিক করবে। 

 

কোনো কারণে বল বেটে না গেলে পিছনের স্ট্যাম্পে লেগে গেলেই আউট ধরা হয়। সাধারণত এই খেলাটি দিনের বেলায় অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক খেলা গুলোতে কখনো কখনো ৫০ বা ১০০ ওভার করে খেলা হয়ে থাকে। এই খেলার মাঠটি বৃত্তাকার হয়ে থাকে। আমাদের বাংলাদেশেরও ক্রিকেট দল রয়েছে।


Juboraj Hajong Raj

75 ブログ 投稿

コメント