এমর কেন

মানুষকে যারা মানুষই মনে করেন না তারা এমনই হয়

মানুষকে যারা মানুষই মনে করেন না তারা কি মানুষ তারা কি নিজেদেরকে মানুষ বলে দাবি করতে পারে এমন তো কখনোই হতে পারে না যারা নিজেদেরকে মানুষ মনে করে না তারা অন্যকে কিভাবে মানুষ মনে করবে তারা তো অমানুষ 

অনেক মানুষই আছে যারা পাওয়া পর এমন অনেক মানুষ রয়েছে যারা অহংকার করে অহংকার করে এবং অহংকার করে অহংকার করে যে তাদের পা মাটিতেই পড়তে চায় না এ অহংকার এর কি কোন মূল্য আছে 

সবাই তো একদিন মারা যাবে খবরের এই একদিন কবর দিতে হবে সেদিন কবরে গিয়ে কে কি বলবে সবারই তো হিশা হিসাব দিতে হবে কে পুরুষ ছিল কে মহিলা ছিল কার টাকা ছিল কার টাকা ছিল না কিছু দেখা হবে না তাই না 


Only Unicorn

3 블로그 게시물

코멘트