জীবন

সবাই তো চায় তার জীবনকে শান্তিময় করতে

এই দুনিয়াতে কেউ শান্তিতে নেই দুনিয়ার শান্তি খোঁজার জায়গা নয় দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া সিজনুল মু'মিন ও জান্নাতুল কাফির । 

দুনিয়াতে সবাই অসুখী কারো টাকা আছে সময় নেই কারো সময় আছে টাকা নেই কারো সময় আছে টাকা আছে কিন্তু সে অসুস্থ কারো বন্ধু নেই লাগে 

কারো টাকা আছে বন্ধু আছে স্বপ্ন আছে সবই আছে কিন্তু তার যে আশা গুলা সে আশাগুলো তার টাকা পয়সার থেকে অনেক দামি সে আশাগুলো সে পূরণ করতে না পেরে সে অসুখি

সবকিছু বাদ দিয়ে আল্লাহর রাস্তায় সময় কি কাজে লাগান দুনিয়াকে বিসর্জন দিন দুনিয়াকে পায়ের ময়লা মনে করুন আল্লাহর কাছে সবগুলি পেশ করুন আল্লাহ তাআলা আপনাকে শান্তি শুরু মৃত্যুর পরে 

আপনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করতে পারেন যেখানে কারো কষ্ট থাকবে না ক্লান্তি থাকবে না কোন হাহাকার থাকবে না কোন চাহিদা থাকবে না যে চাহিদা থাকবে তা মনের ভিতরে আসার আগেই পূর্ণ হয়ে যাবে 

আল্লাহ তায়ালা আমাদের সকলকে এ সকল কথা বুঝে শুনে আমল করো তৌফিক দান করুন সকলেই বলি আমিন 


Only Unicorn

3 Blog Postagens

Comentários