৩ সন্তানের মা হতে চান জাহ্নবী কাপুর, নেপথ্যে কী?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি হাজির হয়েছিলেন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল

মাতৃত্ব নিয়ে খোলাখুলি জাহ্নবী কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি হাজির হয়েছিলেন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা আলোচনা করেন তিনি। সেখানেই অভিনেত্রী জানান, ভবিষ্যতে তিনি ৩ সন্তানের মা হতে চান এবং দক্ষিণ ভারতে স্থায়ীভাবে সংসার পাততে চান।

কেন তিন সন্তান চান জাহ্নবী?

কপিল শর্মা যখন এর কারণ জানতে চান, জাহ্নবী বলেন—
“আমার মনে হয় ৩টা সন্তান থাকা ভালো। প্রথমত, ৩ আমার লাকি নম্বর। দ্বিতীয়ত, সবসময় ২ জনের মধ্যে ঝগড়া হয়। তখন একজন তৃতীয় সন্তান থাকলে সমর্থন দিতে পারে। সে ছেলে হোক বা মেয়ে, দু’জনের সঙ্গেই ভারসাম্য রাখবে।”

অভিনেত্রীর ভাষায়, এটি তার ভেবেচিন্তে নেওয়া পরিকল্পনা।

তিরুপতির সঙ্গে গভীর সম্পর্ক

এর আগে কোমল নাহাটার এক শো-তে জাহ্নবী জানিয়েছিলেন, তিনি তিরুমালা তিরুপতিতে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে থাকতে চান। প্রতিদিন কলাপাতায় খাবার খাবেন, গোবিন্দের নাম জপ করবেন এবং মোগরার ফুলে সাজবেন। এছাড়াও স্বামীর মাথায় তেল মালিশ করে দেবেন—এমন এক শান্ত, পারিবারিক জীবনের স্বপ্ন দেখেন তিনি।

জাহ্নবীর এই বিশেষ টান তিরুপতির সঙ্গে বহু দিনের। শৈশবে মা শ্রীদেবীর হাত ধরে নিয়মিত সেখানে যেতেন তিনি। এখনও প্রতি বছর মায়ের জন্মবার্ষিকীতে সেখানে যান, আর সঙ্গে থাকেন ঘনিষ্ঠ বন্ধু ও প্রেমিক শিখর পাহাড়িয়া।

ক্যারিয়ার ও সাম্প্রতিক কাজ

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। ইতোমধ্যেই সাত বছর কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে এবং সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘পরম সুন্দরী’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। মুক্তির পর থেকেই ছবিটি ভালো সাড়া পাচ্ছে।


Monirul Islam

257 Blog Beiträge

Kommentare