ভেষজ গাছ তুলসী

তুলসী পাতার গুণাগুণ

হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকাটা একটা কমন ব্যাপার বলা যেতে পারে।যদি কারো বাড়িতে না থাকে সেটাকেই অস্বাভাবিক মনে হবে । ছোট বেলায় দেখতাম কোন ছোট বাচ্চার বা বয়স্কদের সর্দি কাশি হলে এ পাতা বেটে খাওয়ানো হতো । এই গাছের রয়েছে অসাধারণ ক্ষমতা রোগ প্রতিরোধ করার ।অ্যাজমা, ফুসফুসের সমস্যা, ব্রঙ্কাইটিস,জ্বরের সময়ও এর ব্যবহার করা হয়। 

 

তুলসী পাতা রক্তের সুগারের মাত্রা ও কোলেস্টেরল দুটোই কমাতে সাহায্য করে,ওজন বৃদ্ধির হাত থেকে মুক্তি এবং ক্যানসার প্রতিরোধ করতে তুলসী পাতা খুবই উপকারী। তুলসী পাতায় রয়েছে রেডিওপ্রটেকটিভ উপাদান, যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে। অগ্ন্যাশয়ে যে টিউমার কোষ দেখা দেয় তা দূর করতে,ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ করতেও তুলসী পাতা খুব কার্যকরী।

 

তুলসী পাতা বেটে সারা মুখে লাগিয়ে রাখলে ত্বক সুন্দর ও মসৃণ হয়। এ ছাড়া ত্বকের কোনো অংশ পুড়ে গেলে তুলসীর রস এবং নারকেলের তেল ফেটিয়ে লাগালে জ্বালা কমবে এবং সেখানে কোনো দাগ থাকবে না।


Hoimonti Shukla

137 مدونة المشاركات

التعليقات