ঘর সাজাতে বাহারি DIY বার্ড নেস্ট তৈরি করুন নিজেই!

বিভিন্ন ফেলনা জিনিস দিয়ে ডেকোর আইটেমগুলো বানাতে পারেন খুব সহজেই। এতে মন ভালো থাকবে, সৃজনশীলতার চর্চা-টাও থাক??

যা যা লাগবে

  • কার্ডবোর্ড বা পুরানো বক্স
  • ছোট চুড়ি, কাটার, ছোট কাঠি
  • কাঁচি, স্কেল, পেন
  • গ্লু, স্কচটেপ
  • রং এবং সাজানোর জন্য পুঁতি, স্টোন বা আইসক্রিম স্টিক

ঘর সাজাতে বাহারি বার্ড নেস্ট যেভাবে বানাবেন

১) একটি লম্বা কার্ডবোর্ড স্কেল ও পেনের সাহায্যে চারটি ভাজ দিবেন এমনভাবে যেন চার সাইডই সমান হয়। চার সাইডের মাঝে দুই সাইডের উপরে ত্রিভুজ শেইপে দাগ দিয়ে কেটে নিন। এই উপরের দুই সাইড পরবর্তীতে উপরে যখন ছাদ দিবেন তার সাথে অ্যাট্যাচ করতে সুবিধা হবে।


Md Ashaduzzaman

67 ブログ 投稿

コメント